খাদ্য অধিদফতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না কোন সাংবাদিককে। আগে থেকে কিছু না জানালেও সোমবার সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয় সরকারি এ প্রতিষ্ঠানটিতে। এ বিষয়ে কোনো অফিস আদেশ জারি করা না হলেও এদিন গণমাধ্যমের কোন সাংবাদিকই সেখানে প্রবেশ করতে পারেননি।
এ প্রসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম বলেন, খাদ্য অধিদফতরে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না- এমন কোনো বিষয় আমার জানা নেই। আমি যখন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছি, তখন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন কেন সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে বিষয়টি আমি দেখব।
সোমবার দু’টি জাতীয় দৈনিকের দু’জন সিনিয়র সাংবাদিক খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদের সঙ্গে দেখা করতে যান। তার পিএস জানান ডিজি ব্যস্ত থাকায় তার সাথে দেখা করা সম্ভব না। এরপর ওই দুই সাংবাদিক ডিজির দফতর থেকে বের হয়ে আসলে গেটে দায়িত্বপালনরত জসীমউদ্দীন ও এম এ জলিল সাংবাদিকদের পথরোধ করে জেরা করেন। সাংবাদিক প্রবেশ করতে দেয়ায় তাদের গালমন্দ করে, ভবিষ্যতে কোনো সাংবাদিককেই খাদ্য অধিদফতরে প্রবেশের অনুমতি না দেয়ার জন্য বলে দেয়া হয়েছে বলে জানান তারা।
এ সময় সাংবাদিকরা তাদের পেশাগত কারণে অধিদফতরে যেতেই হবে- জানালে অন্যান্য বিভাগের কর্মচারীরাও সাংবাদিকদের চার্জ করতে থাকেন। এরপর বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়। পরে অন্যান্য গণমাধ্যম কর্মীরা খাদ্য অধিদফতরে গেলে তাদেরকেও বাধা দেয়া হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস