মানুষের গায়ের রঙ স্রষ্টা প্রদত্ত। সবাই চায় সুন্দর ত্বকের অধিকারী হতে। নিজেকে আরও সুন্দর ও ফর্সা করতে অনেকে ব্যবহার করে থাকেন বিভিন্ন প্রসাধনী। বাজারে প্রচলিত এসব ত্বক ভালো রাখার অথবা রঙ ফর্সাকারী ক্রীম ব্যবহারে হতে হবে সচেতন। যেন পরবর্তীতে সেটা কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।
সম্প্রতি জানা গেছে,পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই ল্যাবরেটরিতে রঙ ফর্সাকারী ১৩টি ক্রিমের মধ্যে ৬টিতেই বিপজ্জনক উপাদন পাওয়া গেছে। ক্ষতিকারক উপাদনগুলো হচ্ছে পারদ (মার্কারি) ও দুটি ব্র্যান্ডের ক্রিমে পারদ এবং হাইড্রোকুইনোন।
বিএসটিআই’র নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে এসব ব্র্যান্ডের পণ্য পরীক্ষা করা হয়। সোমবার (২ মার্চ) পরীক্ষার ফলাফলের প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
পাকিস্তানের গোল্ডেন পার্ল (Golden Pearl) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬৫৪.১৩ পিপিএম; পাকিস্তানের নূর (Noor) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ১৯৩.৬৮ পিপিএম। এ ছাড়াও আরও অনেক ব্র্যান্ডের প্রসাধনীতেই ক্ষতিকারক মার্কারির মাত্রা অতিরিক্ত পরিমাণে পাওয়া গেছে।
আরও পড়ুন : সম্মানি ফিরিয়ে দিবেন রজনীকান্ত
উল্লেখ্য, স্কিন ক্রিমের সংশ্লিষ্ট বাংলাদেশ মানে (বিডিএস ১৩৮২:২০১৯) মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম।
এমতাবস্থায়, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদযুক্ত এসব রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করার জন্য প্রতিবেদনে নির্দেশ প্রদান করা হয়েছে।
আনন্দবাজার/ এইচ এস কে