ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে। সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত এ অবরোধ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হন।
বিক্ষুব্ধরা জানান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক সংস্কার করতে গিয়ে মাসের পর মাস ধুলাবালি উড়িয়ে ও যানযট সৃষ্টি করে গোটা পরিবেশ নষ্ট করছে। ধুলি, ধোঁয়া, বিকট শব্দ আর যানজটে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে সাপ্তাহিক বাজারের দিন স্কুলগামী শিক্ষক-শিক্ষার্থী, অফিস কর্মকর্তা কর্মচারীদের যানযটের কবলে পড়ে প্রচুর বিড়ম্বনার শিকার হতে হয়। প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে ধুলি আর ধোঁয়ায় নাভিশ্বাস হয়ে ওঠে পথচলা।
আরও পড়ুনঃ শিক্ষিত যুবকদের শিল্প উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে হবে
শৈলকুপা সার্কেল এএসপি আরিফুর রহমান জানান, মহাসড়ক সংস্কারের সময় স্থানীয়রা ধুলা-বালি উড়ানো ও অযৌক্তিক যানযট সৃষ্টির প্রতিবাদে ভাটই বাজারে সড়ক অবরোধ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান, শৈলকুপার ভাটই ও গাড়াগঞ্জ বাজারে সড়ক সংস্কারে রাস্তার আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় ধুলাবালি রোধে ঠিকাদার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিমসিম খাচ্ছেন। তিনি বলেন, পর্যাপ্ত পানি ব্যবহার করে অবশিষ্ট কাজ সমাধান করা হবে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রেখে নির্মাণ কাজ চালাবেন বলেও মন্তব্য করেন।
আনন্দবাজার/শাহী