ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছরেই হতে পারে তিস্তার পানি বণ্টন চুক্তি

এ বছরের মধ্যেই হতে পারে তিস্তার পানি বণ্টন চুক্তি। এনআরসি’র কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে, বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি চূড়ান্ত করতে সোমবার সকাল ঢাকায় আসেন তিনি। হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

শ্রিংলা বলেন, নিজ স্বার্থেই বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা চায় ভারত। তিনি আরো বলেন, মুজিববর্ষে বাংলাদেশে আসার অপেক্ষায় আছেন ভারতের প্রধানমন্ত্রী। সীমান্তে অপরাধ কর্মকাণ্ড বন্ধে দু’দেশের সীমান্তরক্ষীদেরই ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, সীমান্ত হত্যা যতটা সম্ভব কমাতে চায় ভারত। বাংলাদেশ-মিয়ানমার সম্মত হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সব ধরনের সহযোগিতা করবে।

শ্রিংলা বলেন, অভিন্ন ৫৪ নদীর পানিবন্টন ও ব্যবস্থাপনার কার্যকর সমাধান করতে চায় ঢাকা ও নয়াদিল্লী।

১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মৌদি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন