মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মার্চে হতে পারে বন্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে মার্চ মাসের শেষ সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। যার কারণে আকস্মিক বন্যা হতে পারে। এ তথ্য জানা গিয়েছে আবহাওয়া অধিদফতরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস থেকে।

দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় তারা আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, পুরো মার্চ মাস জুড়েই স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

সেখানে আরও জানানো হয়, চলতি মাসে দিনের তাপমাত্রা (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকার সম্ভাবনা আছে। কিন্তু মাসের শেষের দিকে একটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিাঞ্চলে। এই মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সৌন্দর্য বৃদ্ধির কাজে অর্থ লোপাট

সংবাদটি শেয়ার করুন