ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ১৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় মাছ শিকারের অপরাধে ১৭ জেলেকে আটক করে মৎস্য বিভাগ।আজ রবিবার ভোর রাত চারটা থেকে দুপুর পর্যন্ত জেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মেঘনা নদীর তুলাতুলি, ইলিশা ও মাঝের চর পয়েন্ট থেকে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ও ইলিশা ইউনিয়নে।

এ সময় ১৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক জনের বয়স কম হওয়ায় তমুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করে।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকার, বাজারজাত করণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবারে ভোর রাত থেকে ভোলার মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালানা করা হয়। এ সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জেলেকে আটক করা হয়। মৎস্য সম্পদ রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন