নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় মাছ শিকারের অপরাধে ১৭ জেলেকে আটক করে মৎস্য বিভাগ।আজ রবিবার ভোর রাত চারটা থেকে দুপুর পর্যন্ত জেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মেঘনা নদীর তুলাতুলি, ইলিশা ও মাঝের চর পয়েন্ট থেকে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ও ইলিশা ইউনিয়নে।
এ সময় ১৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক জনের বয়স কম হওয়ায় তমুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করে।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকার, বাজারজাত করণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবারে ভোর রাত থেকে ভোলার মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালানা করা হয়। এ সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জেলেকে আটক করা হয়। মৎস্য সম্পদ রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।
আনন্দবাজার/শাহী