ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে টানা চারদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের বেলা গরম অনুভূত হলেও সন্ধ্যে গড়াতেই নেমে আসে শীত। পরদিন সকাল পর্যন্ত চলে এই শীতের দাপট।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম  জানান, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ২৭ ফেব্রুয়ারি ১২ দশমিক শূন্য, ২৮ ফেব্রুয়ারি ১১ দশমিক ৫ এবং ২৯ ফেব্রুয়ারি ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, একেবারেই শেষ মুহূর্তের শীত এটা। এরকমই চলবে কয়েকটা দিন। সারা রাত ঠাণ্ডা থাকলেও সারাদিন রোদ থাকবে। সাগরের উপরিতলের পানি আস্তে আস্তে উত্তপ্ত হওয়ায় বাতাসটা হালকা হয়ে জলীয়বাষ্প নিয়ে ওপরে উঠবে। চলতি মাসেই বৃষ্টিপাতাতে মধ্য দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন