ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাশনেও পড়েছে করোনার প্রভাব

চীনের করনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ৫১ টি দেশে। ইউরোপের বিভিন্ন দেশেও প্রভাব পড়েছে এই ভাইরাসের। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সারা বিশ্বের মানুষই মাস্ক ব্যবহার করছেন।

সম্প্রতি এর প্রভাব পড়েছে সাম্প্রতিক প্যারিস ফ্যাশন উইকের মঞ্চেও। ফ্যাশন শোতে বিভিন ধরণের পোশাকের সাথে মেলানো মাস্ক ব্যবহার করেছেন মডেলরা।

আরও পড়ুন : লিটন দাসের দ্বিতীয় সেঞ্চুরি

ফরাসি এই পোশাক গুলো ডিজাইন করেছেন ম্যারিন সেরে। তার ফ্যাশন হাউজের পক্ষ থেকে এগুলোকে ‘অ্যান্টি-পলিউশন মাস্কস’ বা দূষণ প্রতিরোধী মাস্ক বলা হয়েছে।

তবে শুধু প্যারিস ফ্যাশন উইকে সেরে’র ডিজাইনেই নয়, দর্শকসারিতেও সবাইকে ফেসমাস্ক দেখা গেছে। এমনকি ড্রায়েস ভ্যান নোটেনের শরৎ এবং শীতকালীন পোশাকের ফ্যাশন শোতেও দর্শকদের ফেস মাস্ক পরে আসতে দেখা গেছে।

আওনন্দবাজার/এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন