ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় সড়কের বেহাল দশায় দুর্ভোগ

পাইকগাছার শংকরদানা হতে গংগারকোনা তেতুলতলা রাস্তাটি খানা খন্দরে পরিনত হয়ে জন সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে জন দূর্ভোগ পৌঁছেছে চরমে।

জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। সরেজমিনে গিয়ে জানা যায়, পাইকগাছার লতা ইউপির শংকরদানা হতে গংগারকোনা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার তেতুল তলা রাস্তা। রাস্তাটির দু’ধারে রয়েছে মৎস্য লীজ ঘের। ইটের সোলিং এ তৈরী রাস্তাটি ভেঙ্গে চুরে পড়ে আছে বেহাল দশায়।

ইট ক্ষয়ে প্রায় শতাধিক স্থানে খানা খন্দরে ভরে যাওয়ায় কোন প্রকার যানবাহনই চলাচল করতে পারছে না। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল করে এই রাস্তা দিয়ে। এমনকি পার্শ্ববর্তী দেলুটি ইউনিয়নের একাংশ ও লতার হানীরাবাদ, কাঠামারী,আন্ধারমানিক সহ কয়েকটি গ্রামের লোকজন দ্রুত চলাচলের রাস্তা হিসাবে এটিকে ব্যবহার করে থাকে।

এছাড়া তেতুলতলা ও পানা গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আসা যাওয়ার একমাত্র রাস্তা এই তেতুলতলা রাস্তা।

ইউপি সদস্য কৃষ্ণ রায় জানান, রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্ত সংস্কারের অভাবে জন দূর্ভোগে পরিণত হয়েছে। এলকার লোকের দূর্ভোগের কথা তুলে ধরে এমপি মহোদয়কে জানানো হয়েছে। তিনি সংস্কারের আশ্বাস দিয়েছেন। আগামী বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা সম্ভব হওয়ার আশা রয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/ই এইচ

সংবাদটি শেয়ার করুন