সড়ক, ফেরি কিংবা সেতু আর কোনো অবস্থাতেই টোল দিতে হবে না মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে। আজ রোববার (১ মার্চ) থেকে কার্যকর হচ্ছে বিষয়টি।
জানা যায়, সরকারি ও বেসরকারি সকল ধরনের অ্যাম্বুলেন্স এই টোল মওকুফের আওতায় থাকবে। গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে জানানো হয়েছে, ‘অর্থ বিভাগের ২০১৯ সালের ৪ নভেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক, ফেরি এবং সেতুতে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহনকালীন সময়ে টোলের সমপরিমাণ অর্থ সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্সের চার্জ থেকে হ্রাস করার শর্তে সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হলো’। এ আদেশ আজ ১ মার্চ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, গেল বছরের ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে মোট নিবন্ধিত অ্যাম্বুলেন্স ছিলো প্রায় ৬ হাজার ৪২৪টি। তবে জানা যায়, নিবন্ধন ছাড়াও নগরীতে বেসরকারি আরও অনেক অ্যাম্বুলেন্স চালু রয়েছে।
আনন্দবাজার/শাহী