ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে অ্যাম্বুলেন্সের টোল মওকুফ

সড়ক, ফেরি কিংবা সেতু আর কোনো অবস্থাতেই টোল দিতে হবে না মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে। আজ রোববার (১ মার্চ) থেকে কার্যকর হচ্ছে বিষয়টি।

জানা যায়, সরকারি ও বেসরকারি সকল ধরনের অ্যাম্বুলেন্স এই টোল মওকুফের আওতায় থাকবে। গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে জানানো হয়েছে, ‘অর্থ বিভাগের ২০১৯ সালের ৪ নভেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক, ফেরি এবং সেতুতে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহনকালীন সময়ে টোলের সমপরিমাণ অর্থ সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্সের চার্জ থেকে হ্রাস করার শর্তে সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হলো’। এ আদেশ আজ ১ মার্চ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, গেল বছরের ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে মোট নিবন্ধিত অ্যাম্বুলেন্স ছিলো প্রায় ৬ হাজার ৪২৪টি। তবে জানা যায়, নিবন্ধন ছাড়াও নগরীতে বেসরকারি আরও অনেক অ্যাম্বুলেন্স চালু রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন