ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় শুরু হয়েছে ৫’শ বছরের পুরনো মেলা

বাগেরহাট জেলা মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ‘হযরত পীর মেছেরশাহ্ (রহঃ)’এর মাজারে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি মেলা। আজ ২৯ ফেব্রুয়ারি (শনিবার)  আনুষ্ঠানিক ভাবে এ মেলা শুরু হয়েছে। ইতোমধ্যে জমে উঠেছে পুরো মেলা প্রাঙ্গন।
গুনি মানুষদের কাছ থেকে জানা যায়, ৫০০ বছর  বেশি সময় ধরে হযরত পীর  মেছেরশাহ্ (রহঃ) এর মাজারে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এই বছর ও আজ থেকে শুরু হলো ৫ দিন ব্যাপি এই মেলা। মেলা উপলক্ষে মাজার সেজেছে নতুন সাজে লাল নিল বাতিতে।
প্রতি বছর দূর- দূরান্ত থেকে  হযরত পীর  মেছেরশাহ (রহঃ)   এর ভক্তরা এ মেলা দেখতে আসেন  এবং অনেক বিদেশি পর্যটকদের ও মেলায় দেখা যায়।  এই মেলাকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান। এতে পাওয়া যায় বাংলার ঐতিহ্যবাহি বিভিন্ন প্রকার বাঁশের তৈরি আসবাবপত্রসহ মাটির তৈরি জিনিস পত্র।
এদিকে মেলায় কোন প্রকার  বিশৃঙ্খলার ও আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় সে দিক বিবেচনা করে মেলা কমিটি ও মাজার কমিটির একটি বিশেষ কমিটি গঠন করেছে।
মেলার গুরুত্বপূর্ণ স্থানে ২০ টির মতো সি,সি ক্যামেরা বসানো হয়েছে।
আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন