উন্নত রাষ্ট্র ও সমাজ গঠনের পাশাপাশি বিনয়ও প্রয়োজন। শিক্ষার সঙ্গে দীক্ষা, বিদ্যার সঙ্গে বিনয় হওয়ার ও শেখার ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন। তাই শিক্ষার কোনও বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। প্রধানমন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে চান। সেই উন্নত রাষ্ট্র রূপান্তর করতে হলে উন্নত জাতি গঠন করতে হবে। তাই সর্বক্ষেত্রে শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বায়নের এই যুগে শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই সরকার শিক্ষাকে আরো আধুনিক, উন্নত এবং বিজ্ঞানসম্মত করতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে। তবে খেলাধুলার মধ্যদিয়ে ছেলে-মেয়েদের পড়ালেখা শেখাতে হবে। সেটা ফলপ্রসূ হবে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক শওকত হোসেন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আমেরিকা প্রবাসী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইমাম উদ্দিন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার অমর কান্তি বড়ুয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি