আগামী দুই মাস জাটকা সংরক্ষণে দেশের চাঁদপুর, শরীয়তপুর, লক্ষীপুর, ভোলা, বরিশাল এবং পটুয়াখালীর কয়েকটি নদীতে সব ধরণের মাছ ধরা বন্ধ করা হয়েছে। পহেলা মার্চ থেকে এই কার্যক্রম হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।এই সময় চলাকালীন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে জাটকা ধরা, বেচাকেনা এবং বিপণন ব্যবস্থা।
এতে চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে বেকার হয়ে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।তবে এসব জেলেদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে নিষেধাজ্ঞার আগেই তার সেই রেশ শুরু হয়েছে জেলেদের মধ্যে। নদীপাড়ে জাল বুনে অলস সময় পাড় করছে তারা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যারা জেলেরা যারা আছে এর জন্য প্রতিটি জেলের জন্য আশি কেজি চাল বরাদ্ধ করা হয়েছে।
আনন্দবাজার/রনি