ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২৩ মা পেলেন রত্নগর্ভা পদক

২৩ জন মহীয়সী নারীকে সন্তানের জন্য বড় অবদান রাখায় দেয়া হয়েছে রত্নগর্ভা মা পদক। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের আয়োজনে সেরা মায়েদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, মায়েদের অবদান বলে শেষ করা সম্ভব হবে না। দেশের সব মা-ই রত্নগর্ভা, তারা তাদের সন্তানদের জন্য নাওয়া-খাওয়া হারাম করে থাকেন। সকল অত্যাচার, বেদনাকে ভুলে গিয়ে তাকে সহজভাবে মেনে নেন। সন্তানের প্রতি অবদানের জন্য কোনো পুরস্কার দিয়ে তার ঋণ শোধ করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুঁইয়া, আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, সাবেক জেলা জজ কে এম মোরশেদ, প্রবাসী এস গোলাম মোহাম্মদ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন