ঢাকা | বৃহস্পতিবার
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘অনলাইন টিকিট’ দিয়েই ট্রেনে ভ্রমণ

‘অনলাইন টিকিট’ দিয়ে ভ্রমণ করা যাবে ট্রেনে। এখন থেকে আর ওয়েবসাইট বা অ্যাপ থেকে ট্রেনের টিকিট সংগ্রহের পর স্টেশনে গিয়ে প্রিন্টের প্রয়োজন নেই। বাংলাদেশ রেলওয়ে থেকে এ তথ্য  নিশ্চিত করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, অনলাইনের টিকিট নিয়ে যাত্রী নিজে ভ্রমণ করলে কাউন্টার থেকে পুনরায় উক্ত টিকিটের প্রিন্ট করে নেয়ার বাধ্যবাধকতা নেই মর্মে একটি নোটিশ দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে রেলওয়ে (পশ্চিম) এর সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার শেখ আব্দুল জব্বার এক চিঠিতে এ নির্দেশনা দেন।

দীর্ঘদিন ধরে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ট্রেনের টিকিট সংগ্রহের সুবিধা থাকলেও টিকিট প্রিন্ট নিয়ে মাঝে মধ্যেই যাত্রীরা নানা রকমের হয়রানির শিকার হচ্ছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে যাত্রী সুবিধা বৃদ্ধিতে রেল আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আন্তঃনগর সব ট্রেনের ৫০ শতাংশ টিকিট এখন থেকে অ্যাপ, মোবাইল ও অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। ‘রেল সেবা’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে বাংলাদেশে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও এখন বিকাশ দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন