ঢাকা | বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হচ্ছে মার্কিন পণ্য প্রদর্শনী

আজ শেষ হচ্ছে রাজধানীতে মার্কিন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য নিয়ে শুরু হওয়া তিনদিনের প্রদর্শনী। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বৃহস্পতিবার দুই-দেশের মধ্যে বাণিজ্য আছে এমন ৮০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয় তিনদিনের ট্রেড শো। যেখানে মার্কিন বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, খাদ্য এবং প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হয়।

বর্তমানে বাংলাদেশের আমদানি-রফতানি মিলে বার্ষিক আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৯শ’ কোটি ডলারের বেশি। চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, প্রক্রিয়াজাত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যে রফতানি প্রায় ৭শ’ কোটি ডলার।

মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বাজারে মানসম্পন্ন খাদ্য ও প্রসাধনীর চাহিদা বাড়ছে, বলছেন অংশগ্রহণকারীরা। এ ধরনের প্রদর্শনী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণেও ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন