টানা তিনদিন মারাত্মক বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। আজ শুক্রবার সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ছিল ২০৯। যার অর্থ হচ্ছে এ শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পাকিস্তানের লাহোর এবং থাইল্যান্ডের চিয়াং মাই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। যাদের একিউআই স্কোর যথাক্রমে ১৯২ ও ১৮৯।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। এবং একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘদিন ধরেই জনবহুল ঢাকা দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে।
আনন্দবাজার/ টি এস পি




