আবারো পাইকারি, খুচরা ও সরবরাহ পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বা ৩৬ পয়সা বাড়িয়েছে এবং পাইকারি পর্যায়ে গড়ে ৮ দশমিক ৪ শতাংশ বা ৪০ পয়সা বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। আগামী ১ মার্চ থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটট বিদ্যুতের জন্য এখন থেকে ৭ টাকা ১৩ পয়সা পরিশোধ করতে হবে। পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ টাকা ৭৭ পয়সা ছিল। তবে মার্চ থেকে তা ৫ টাকা ১৭ পয়সা করা হবে।
আনন্দবাজার/এম.কে