সম্প্রতি পরকীয়া প্রেমের সন্দেহে স্ত্রীকে খুন করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলায়। নিহতের নাম মহেছেনা বেগম (৩৫)। জানা গেছে, তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাট গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের (মোফা) দ্বিতীয় স্ত্রী।
গত কাল বুধবার দুপুরে উপজেলার ছাতনাই বালাপাড়া (হোসেনের মোড়) গ্রাম থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ স্বামী মোফাজ্জল হোসেন বাড়িতে এলেও বাড়িতে রাত না কাটিয়ে উপজেলার ডাঙ্গারহাটে অবস্থান করেন এবং গত মঙ্গলবার রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে ধারালো ছোরা দিয়ে ঘুমন্ত অবস্থায় তিনি তার স্ত্রী মহেছেনাকে খুন করে পালিয়ে যান।
আরও পড়ুন : পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত
জানা গেছে, ঘটনাস্থল থেকে পুলিশ মোফাজ্জল হোসেনের হাতে লেখা একটি হ্যান্ডনোট উদ্ধার করেছে এবং ওই হ্যান্ডনোটে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে তার স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িত হিসেবে তাদের নাম উল্লেখ করেছেন এবং ঘটনার পর থেকে ওই তিনজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
আনন্দবাজার/ এইচ এস কে




