ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মশার উপদ্রবে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী

শীত কমতে না কমতেই নারায়ণগঞ্জ নগরীতে বাড়তে শুরু করেছে মশার যন্ত্রণা। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। সন্ধ্যা নামলেই মশার রাজ্যে পরিণত হচ্ছে এলাকাগুলো।

এদিকে মশা নিধনের কোনো উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। নারায়ণগঞ্জের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরেও দেখা মিলেনি কোনো মশক নিধন কর্মীর।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের কর্মকর্তা হিরন বলেন, সিটির ২৭টি ওয়ার্ডে দৈনিক ৫ জন করে মশক নিধন কর্মী কাজ করছে।

আরও পড়ুন: টেস্টে মুশফিকের পাঁচ ধাপ উন্নতি

কিন্তু বাস্তবতার সাথে তার কথার কোনো মিল পাওয়া যায়নি। নগরীর ১১, ১২ ও ২৭ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, তারা দীর্ঘ এক বছর ধরে কোনো মশক নিধন কর্মী বা মশা নিয়ন্ত্রনের কোনো কাজকর্ম দেখেনি।

মশার এমন তান্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে নগরবাসী। গত বছরের ডেঙ্গুর ভয় কাজ করছে সবার মাঝে। কয়েল বা লিকুইড স্প্রে করেও কমছে না মশার উপদ্রব। মশা নিধনে অতি সত্তর সিটি কর্পোরেশনের পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/বি এ

সংবাদটি শেয়ার করুন