ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে হত্যা করায় শিক্ষা কমিশন বাস্তবায়ন হয়নি : প্রধানমন্ত্রী

ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন বাস্তবায়নের আগেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলেই এটি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৬শে ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে তিনিবএ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের আদলেই বর্তমান শিক্ষানীতি করেছে সরকার। শিক্ষার হার যত বাড়বে দেশ ততো এগিয়ে যাবে। উচ্চ শিক্ষার জন্য ফান্ডের মাধ্যমে সহায়তা দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন,  এছাড়া এসএসসির আগ পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক গ্রুপের কোনো বিভাজনের দরকার নেই, এতে শিক্ষার্থীদের মেধাবিকাশ বাধাগ্রস্ত হয়। আর কেউ যেন পিছিয়ে না পড়ে সেজন্য কওমী মাদ্রাসাকে বর্তমান সরকার স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন : শেয়ারবাজারে সূচকের বড় পতন

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতেও টাইগাররা এই জয়ের ধারা অব্যাহত রাখবে।

আনন্দবাজার/ এইচ এস কে  

 

সংবাদটি শেয়ার করুন