ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উৎসব

নারায়নগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে পালিত হবে সুবর্ন জয়ন্তী উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সজ্জিত সোনারগাঁও সরকারি কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা।

আগামী ২৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে অপরূপ সাজে সজ্জিত হচ্ছে সোনারগাঁও সরকারি কলেজ ক্যাম্পাস। কলেজ গেট হতে শুরু করে প্রতিটি বিল্ডিং, আঙিনা, মাঠজুড়ে তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির প্যান্ডেল, সর্বোপরি পুরো ক্যাম্পাস বিভিন্ন রঙের লাইটিং, ফেস্টুনসহ নানান সাজে সুসজ্জিত করা হচ্ছে। সোনারগাঁও সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বর্তমান – প্রাক্তন শিক্ষার্থীসহ ৪ হাজার লোকের সমাগম ঘটবে।
ইতিমধ্যে বর্তমান ও প্রাক্তন ২ হাজার ৩০০ শিক্ষার্থী নিজ ও পরিবার নিয়ে তাদের ৫০০ ও ১০০০ টাকায় রেজিস্ট্রিশন পর্ব শেষে করেছে। শুধু মাত্র এই শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব ছাত্র – ছাত্রী পড়াশোনা করেছেন বা করছেন শুধু তারাই রেজিস্ট্রেশন করে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।সূত্র জানায়, কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবার ব্যতিত অন্য কেউ ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনায় প্রভাব ই-কমার্সে 

কলেজের প্রাক্তন ছাত্র ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন পুরো অনুষ্ঠানটি স্পন্সর করছেন। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি করা হচ্ছে বিধায় রেজিস্ট্রেশন সহ এই কলেজের ছাত্র ছাত্রী ব্যতিত কেউ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না।

অনুষ্ঠানস্থলে ইউ এস বাংলা গ্রুপের পক্ষ থেকে একটি মেডিকেল টিম থাকবে সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণকারীদের জরুরী প্রয়োজনে সেবা দিয়ে যাবে। উল্লেখ্য, র‌্যাফল ড্র এ বিজয়ী আটজনকে ইউএস-বাংলার গ্রুপের পক্ষ থেকে আটটি দেশের টিকেট ফ্রী দেওয়া হবে।

এ বিষয়ে সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামানে অপু জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার স্বার্থে পুরো কলেজ ক্যাম্পাস নিরাপত্তার চাদরের আওতায় থাকবে। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের নিজস্ব ১শত নিরাপত্তা কর্মী ছাড়াও র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ৩ শত সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং পুরো অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নায়ক রিয়াজ ও নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় বিশেষ আর্কষণ হিসেবে থাকছে ভারতের সারেগামাপা অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নোবেল ও ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী রাজিব।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন