ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পর্যন্ত একটি বিভাগ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন এসএসসি পর্যন্ত পাঠ্যক্রমে একটি বিভাগ হওয়া উচিত এবং সেই সাথে নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞানকে বাধ্যতামূলক করার ওপর জোর দিয়েছেন তিনি।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এবং অনুষ্ঠানে তিনি দেশের ৩৬ বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থীদির মধ্যে এই স্বর্ণপদক বিতরণ করেন।

পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে কী কী প্রয়োজন, যা প্রয়োজন আমরা তাই করবো। শিক্ষার মান ভালো করতে এবং আরও জ্ঞান বৃদ্ধির প্রসার ঘটাতে বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। মেরিটাইম এবং অ্যারোস্পেস ইউনিভার্সিটি করছি। আগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছিল না, সেটাও করেছি। শিক্ষা খাতে সরকার কার্যকর সব ভূমিকা হাতে নিয়ে পালন করছে।

তিনি আরও বলেন, এখন প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দেবো। বিজ্ঞান শিক্ষাকে আরও আকর্ষণীয় করার জন্য অনেক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছি। কোন বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র-ছাত্রী থাকবে সেটাও ঠিক করে দেওয়া হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে চাই।

আরও পড়ুন : রক্তাক্ত দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ২০ গুলিবিদ্ধ অসংখ্য!

অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন