ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে স্বর্ণকারের ওপর হামলা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দারোগোল্লা এলাকায় স্বর্ণকারের ওপর হামলা ও স্বর্ণের দোকানে লুটের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় স্বর্ণ ব্যবসায়ী রুহুল আমীন (২৮) গুরুতর আহত হন। রবিবার রাতে আবু তাহের মেম্বার মার্কেটে মো. সুজনের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৮-১০ জন মাদক সেবনের জন্য টাকা চাইলে সুজনের ভাই টাকা না দেয়ায় তাকে এলোপাথাড়ি হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা করে। পরে তারা দোকান ভাঙচুর করে অলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় রুহুল আমীনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অভিযুক্তরা ঐ এলাকায় প্রায়ই মাদক সেবন করত। কেউ বাঁধা দিলে তাকে মারধর ও হুমকি দিয়ে আসছিলো তারা। এদের মধ্যে আশ্রব আলীর ছেলে ফারুক (২৫), ইকবালের ছেলে সাইদুল (২৫), মিলন পাগলার ছেলে মোস্তাক (২৪) এবং একই এলাকার সোহান (১৮) অন্যতম।

স্বর্ণকার সুজন জানান, তার দোকান থেকে আনুমাণিক ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৮৫ ভরি রুপা এবং নগদ ৭৫ লাখ টাকা লুট হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে রাতেই উপ-পরিদর্শক ঘটনাস্থলে গিয়েছিল। মামলার প্রস্তুতি চলেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এইচ

সংবাদটি শেয়ার করুন