ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগামী কয়েকদিনে বাড়তে পারে দেশের তাপমাত্রা এছাড়াও হতে পারে বজ্রসহ বৃষ্টি। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা বাড়লেও দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আনন্দবাজার/টি এস

সংবাদটি শেয়ার করুন