ঢাকা-পটুয়াখালী নৌ পথে যুক্ত হতে যাচ্ছে আধুনিক ও বিলাসবহুল চার তলা লঞ্চ। ‘সুন্দরবন-১৪’ নামের লঞ্চটি নির্মাণ করেছে দেশের অন্যতম নৌযান প্রস্ততকারী প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশন কোম্পানি।
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার বিকেলে চলাচলের জন্য ‘সুন্দরবন-১৪’ লঞ্চটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ।
জাহাজের আদলে তৈরি এ লঞ্চটিতে রাখা হয়েছে বিলাসবহুল নানা ব্যবস্থা। ক্যাফে, রেস্টুরেন্ট, ওয়াইফাই সুবিধাসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে প্রযুক্তি নির্ভর এই লঞ্চে।এছাড়া হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য থাকছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)।
২৪১ ফুট দৈর্ঘ্যের এ নৌযানটির প্রস্থ ৩৬ ফুট। এর ২, ৩ ও ৪ তলায় ১৪১ টি প্রথম শ্রেণির কক্ষ (কেবিন) রয়েছে। এর মধ্যে ৪ টি ভিআইপি,৩ টি সেমি ভিআইপি, ৫ টি ফ্যামিলি, ৫৮ সিঙ্গেল ও ৩৪ টি ডবল কেবিন রয়েছে। নিরাপত্তার জন্য পুরো নৌযানটিকে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। লঞ্চের যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে একজন কমান্ডার ও ৬ জন সশস্ত্র আনসার সদস্য।
সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, বিশেষজ্ঞ নৌ স্থপতির নকশায় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্যানেল প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে বেলতলা ফেরিঘাট এলাকায় সুন্দরবন নেভিগেশন ডক ইয়ার্ডে লঞ্চটি নির্মাণ করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস