শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ঢামেক শিক্ষার্থীর পাশে দিনাজপুরের এসপি

ঢাকা মেডিকেলের সাবেক মেধাবী শিক্ষার্থী মানসিক প্রতিবন্ধী রাজ কুমার শীলের পাশে দাঁড়ালেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। শনিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ঘাটপাড় এলাকায় রাজকুমার শীলের বাসায় গিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময় অসুস্থ রাজকুমার শীলকে ফুল দিয়ে বরণ করেন তিনি। পরে রাজকুমার শীলের চিকিৎসার জন্য নিজ তহবিল থেকে নগদ ২০,০০০ হাজার টাকা এবং প্রতিমাসে ৫০০০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এছাড়া রাজ কুমার শীলের বাড়িটি সংস্কারসহ বাড়ির পাশে একটি দোকানঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, প্রতিবন্ধী কার্ড করাতে গেলে, ডা. বেলায়েত হোসেন রাজ কুমার শীলের মেডিকেলে পড়ার কথা জানতে পেরে অবাক হয়ে যান। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরলে মেধাবী রাজ কুমার শীলের জীবনের গল্প উঠে আসে। ভাগ্যের নির্মম পরিহাসে একসময় রাজ কুমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/জে আই

আরও পড়ুনঃ  অয়ন ওসমানের সুস্থ্যতা কামনায় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া

সংবাদটি শেয়ার করুন