ঝিনাইদহে জিকে সেচ প্রকল্পের ৮১৫ কিলোমিটার খালে বর্তমানে ৭৮৮ জন দখলদার রয়েছে। যারা খালের জায়গা দখল করে তার উপর দোকানপাট, ঘরবাড়ি এমনকি পাড় কেটে চাষাবাদও শুরু করছেন। বড় বড় ভবনও গড়ে তোলা হয়েছে এই খালের জায়গায়। অনেক স্থানে বোঝার উপায় নেই এখানে একটি খাল ছিল।
হরিনাকুন্ডু ও শৈলকুপার একাধিক কৃষক জানান, খালটি দীর্ঘ সময় সংষ্কার না করায় ভরাট হয়ে গিয়েছিল। আর এই সুযোগটি নেয় দখলদাররা। তারা পানি প্রবাহ বন্ধ দেখে খালের জমি দখল করতে শুরু করে।
শুধুমাত্র হরিনাকুন্ডু আর শৈলকুপা উপজেলায় ৭৮৮ জন দখলদারের সন্ধান মিলেছে। যার মধ্যে শৈলকুপা উপজেলায় রয়েছে ৬০৬ জন, আর হরিনাকুন্ডু উপজেলার রয়েছে ১৮২ জন। দখল করা জমিতে অনেকে বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। অনেকে খাল কেটে জমি সমতলা বানিয়ে সেখানে চাষাবাদ করছেন।
এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, তারা দ্রুত অবৈধ উচ্ছেদের জন্য কাজ করছেন। ইতোমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। দ্রুতই উচ্ছেদ অভিযান শুরু হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস/বি ইউ