গ্রামীণফোন সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকা দেয়ার প্রস্তাব করলেও, তা ফিরিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ ব্যাপারে আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার গ্রামীণফোনের কর্মকর্তা ১০০ কোটি টাকার পে-অর্ডার জমা দিতে বিটিআরসিতে যায়। সেটা নিতে অপারগতা প্রকাশ করে বিটিআরসি। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানায় গ্রামীণফোন।
গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, আমরা টাকা নিয়ে গেলে বিটিআরসি নিতে অপারগতা জানায়। তারা বলেছে এখনকার পরিস্থিতিতে তারা টাকা নিতে পারে না।
নিরীক্ষা দাবি হিসেবে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ের জন্য গ্রামীণফোনের সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনে অনাপত্তিপত্র দেয়া বন্ধ রেখেছে বিটিআরসি।
এর আগে ২৪ নভেম্বর গ্রামীণফোনকে নিষেধাজ্ঞা কাটাতে দুই হাজার কোটি টাকা জমা দেয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এ জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল গ্রামীণফোনকে, যা শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
আনন্দবাজার/ডব্লিউ এস