চলতি মাসের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই মাসের ২৪ তারিখে দেশের কিছু যায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ২৫/২৬ তারিখের দিকে অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিন্তু দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আনন্দবাজার/এস.কে