ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শূন্যতা

মুনির আহমদ

ফিরবে না জানি
তবুও অপেক্ষায় থাকি।

বলেছিলে ভালোবাসি
সে আশায় এখন গুড়েবালি
তবুও অপেক্ষায় থাকি।

ভালোবাসা এমন
মানেনা কোন বারণ
দিবস ও রজনী
চিত্তে করে জ্বালাতন।

১৯.০২.২০২০
ঢাকা

সংবাদটি শেয়ার করুন