ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালের সাক্ষী সাফদারপুর ইউনিয়ন

কালের সাক্ষ্য বহনকারী রেলওয়ে স্টেশনের পাশে গড়ে উঠা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সাফদারপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় সাফদারপুর ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর নিজস্ব স্বকীয়তায় আজ ও সমুজ্জ্বল।

১৬টি গ্রাম নিয়ে গঠিত সাফদারপুর ইউনিয়ন পরিষদের আয়তন ২৬.২৬ বর্গকিলোমিটার। এর  জনসংখ্যা (২০১১ আদমশুমারী) অনুযায়ী প্রায় ২২,৩২১ জন আর মৌজার সংখ্যা ২৩টি। এই ইউনিয়নে হাট বা বাজার ১টি। এই অঞ্চলের শিক্ষার হার ৪৯%। সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১টি, মাদ্রাসা ১টি এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে ১টি।

সাফদারপুর ইউনিয়নের বলরামনগর গ্রামে রয়েছে ঐতিহাসিক বা পর্যটন স্থান মুকুট রাজার ভিটা। সাফদারপুর ইউনিয়ন ভবন স্থাপন হয়েছে ২০০৬ সালের ১৫ আগষ্ট। এই ইউনিয়নের গ্রামগুলো যথাক্রমে সাফদারপুর, মানিকদিহি, বহিরগাছি, মান্দারবাড়িয়া, কন্যানগর, দতিয়ারকুঠি, শালকোপা, রাজাপুর, বালিয়াডাঙ্গা, লক্ষীকুন্ডু, জয়দিয়া, নারায়নপুর, বলরামনগর, দূর্বাকুন্ডু, চতুরপুর, গোবিন্দপুর।

এই ইউনিয়নের পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১ এর রনাঙ্গনের মহানায়ক মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমান।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুন বলেন, কোটচাঁদপুর উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ১নং সাফদারপুর ইউনিয়নটি ব্যাপক গুরুত্ববহন করে কারণ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এই ইউনিয়নে সবচেয়ে বেশি। তাছাড়া ইউনিয়ন নানা ফসল আবাদের প্রাণকেন্দ্র। রয়েছে মাছের উৎপাদনের জন্য বাওড়, হাওড় বিল, পুকুর ইত্যাদি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/বি ইউ

সংবাদটি শেয়ার করুন