ব্যবসা-বাণিজ্যের প্রসারের কথা বিবেচনায় নেপালকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গৈয়ালির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের বিষয়ে নেপালকে আমরা অনুমতি দিয়েছি। এখন একটি টেকনিক্যাল দল গঠন করা হবে এই বন্দরে ফ্লাইট পরিচালনার জন্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন সব প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক মধুর ও শক্তিশালী করার। তারই পরিপ্রেক্ষিতে নেপালের সঙ্গে আমাদের এই বৈঠক। বৈঠকে আমরা যোগাযোগ, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক রাজনীতি, বাণিজ্য, জ্বালানি খাত এবং পারস্পরিক সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার জানান, দু’দেশের মধ্যে অনেক বিষয়ে মিল আছে, যা আমাদের একে অপরের কাছে নিয়েে এসেছে। আমাদের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য আছে আমরা সেটিকে আরও বাড়াতে চাই। একারণেই আমরা একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে নেপাল ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন নেপালি পররাষ্ট্র মন্ত্রী প্রদীপ কুমার গৈয়ালি। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনের সরকারি সফরে ঢাকায় আসেন তিনি।
আনন্দবাজার/তাঅ