ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের সঙ্গে শ্রমবাজারের নতুন সম্ভাবনা

কাতারে শ্রমবাজার, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন হতে পারে বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী এবং অন্যান্য দক্ষ জনশক্তি নিয়োগ করতে বেশ আগ্রহী কাতার।

রবিবার ১৭ ফেব্রুয়ারি ঢাকায় সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কাতার বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার খুলেছে এবং তারা দক্ষ কর্মী চায়। কাতারে আগামী ফুটবল বিশ্বকাপের জন্য নতুন করে শ্রমিকের চাহিদা সৃষ্টি হয়েছে। তাদের সঙ্গে কীভাবে কাজ করা যায় তা নিয়ে কথা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ৩ মাসে বাংলাদেশ-কাতার চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে। কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের কাতারে ভিসা ফ্রি এন্ট্রি, সেখানে অপরাধ করলে আমাদের কোনো নাগরিক যাতে সাজা শেষে দেশে আসতে পারে, দ্বৈত কর এবং নির্বাচনী সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন