ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় গুপ্তধনের রহস্য!

রাজশাহীর বাগমারা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে ‘গুপ্তধন’ উদ্ধার করা হয়েছে। এটি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাঁচতলার ওই ভবনের টয়লেটের সেপটিক ট্যাংকের জন্য মাটি খননের কাজ করতে গিয়ে পাঁচ শ্রমিক ওই ‘গুপ্তধনের’ খোঁজ পায়। এরপর থেকে তারা নিরুদ্দেশে এবং এদের খুঁজছে পুলিশ।

নিখোঁজ শ্রমিকদের মধ্যে উপজেলার চাঁনপাড়া গ্রামের ইবর উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩২), একই এলাকার ওসমান (৩৫) ও দেউলিয়া গ্রামের রহিম উদ্দিন (৪৫)। বকি দু’জনের নাম এখনও জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জের চাঁনপাড়া গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন তার পুরনো বাড়ি ভেঙ্গে সেখানে পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এরপর গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নির্মাণাধীন ভবন সংলগ্ন স্থানে টয়লেটের সেপটিক ট্যাংক তৈরি করার জন্য মাটি খনন কাজ শুরু করা হয়।

এরপর বিকেলের দিকে খনন কাজের শেষ পর্যায়ে শ্রমিকরা সেখানে একটি বিশাল আকৃতির মাটির কলসের খোঁজ পায়। কলস পাওয়ার পর শ্রমিকরা বেশ কৌতুহলী হয়ে ওঠে। বাড়ির মালিক বিষয়টি টের পাওয়ার পর পুলিশকে খবর দেন। তবে এর আগেই শ্রমিকরা পালিয়ে যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত ওসি আতাউর রহমান বলেন, নির্মাণশ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চলাচ্ছে পুলিশ। তাদের পাওয়ার পর প্রকৃত ঘটনাটি জানা যাবে।

আনন্দবাাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন