ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের বিকল্প না খোঁজার অনুরোধ : চীনা রাষ্ট্রদূত

চীনের করোনাভাইরাস এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। আর এতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্প্রতি করোনা প্রভাবের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের বিকল্প না খুঁজতে অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সম্মেলনে ডিকাব টকে তিনি এই অনুরোধ জানান। চীনা রাষ্ট্রদূত জানান, সারা বিশ্ব এখন করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য মোকাবিলা করছে। তবে এটা সত্যি যে করোনার প্রভাবে বড় একটি সংকট তৈরি হয়েছে। কিন্তু এই কারণে কি চীনকে দায়ী করা যায়? মোটেই না।

আরও পড়ুন : আজও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

তিনি আরও বলেন, রোগের বিস্তার চীনের উহানে  কিন্তু এই রোগের উৎস যে চীনে সেটাতো বৈজ্ঞানিকভাবে এখনও প্রমান হয়নি। কিন্তু এরপরও সব গণমাধ্যম এই রোগকে মেড ইন চায়না বলে মিথ্যাচার চালাচ্ছে। চীন করোনাভাইরাস শনাক্ত করতে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তির ৫০০টি স্বাস্থ্য পরীক্ষার উপকরণ দিচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।

আনন্দবাজার / এইস এস কে 

সংবাদটি শেয়ার করুন