ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ বছর পর মাকে খুঁজে পেলেন সন্তানেরা

মেয়েকে বিয়ে দিয়েছিলেন ভারতে। ১৮ বছর আগে তাকে খুঁজতেই বের হন পটুয়াখালী থেকে। এরপর থেকে বকুলি রানীর খোঁজ পায়নি তার পরিবারের সদস্যরা। কিন্তু গত দু’দিন আগে অবসান ঘটে ১৮ বছর ধরে মাকে খুঁজে ফেরার এই অপেক্ষা। হঠাৎ করে রাস্তার পাশে দাদিকে দেখতে পেয়ে বাবাকে খবর দেন নাতি।

হারিয়ে যাওয়া মাকে ১৮ বছর পর খুঁজে পেয়ে উচ্ছ্বাস সন্তানের মুখে। অপেক্ষার প্রহর শেষ করে খুঁজে পেলেন মাকে।

ভারতে বকুলী রানীর মেয়ে আলো রানীর বিয়ে হয় প্রায় দেড় যুগ আগে। অনেকদিন মেয়ের খোঁজ না পাওয়ায় ভারতে গিয়ে বকুলী রানী নিজেও নিখোঁজ হয়ে যান। পটুয়াখালীর শহরের তিতাস সিনেমা এলাকায় চার বছর আগে ওই বৃদ্ধাকে মানসিক ভারসাম্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখেন স্থানীয় রেস্তোরাঁ মালিক লাইজু বেগম। এবং তাকে স্থানীয় কাউন্সিলরের সহায়তায় একটি খুপড়ি ঘরে থাকার ব্যবস্থা করে দেন তিনি।

বকুলী রানী কবে এবং কিভাবে ভারত থেকে দেশে ফিরেছেন তা কেউই বলতে পারেনি। গত শুক্রবার দাদিকে রাস্তায় দেখতে পেয়েই চিনতে পারেন বকুলী রানীর নাতি রিপন চন্দ্র হাওলাদার। তিনি বলেন, আমি ঘুরতে বেরিয়ে ছিলাম দিদিকে দেখেই চিনতে পারি।

১৮ বছর বছর পর মাকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বকুলী রানীর ছেলে ঠাকুর চন্দ্র হাওলাদার।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বকুলী রানীর বাড়ি।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন