নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সোনারগাঁও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল ভবনটি নির্মান করা হচ্ছে। এসময় রোগীদের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন একটি এ্যাম্বুলেসের চাবি হস্তান্তর করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁও উপজেলায় ৪ লাখ লোকের বিপরীতে একটি সরকারী হাসপাতাল রয়েছে।শুধু সোনারগাঁও নয় এ হাসপাতালটিতে মেঘনা ও আড়াইহাজার উপজেলার লোকজনও চিকিৎসা সেবা নেন। যা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হলে এ হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, তৃতীয় তলা বিশিষ্ট ৫০ শয্যা এ হাসপাতালের ভেতরে জরুরি বিভাগ ও আউটডোর চালু করা হবে। রোগীরা আউটডোর থেকে প্রতিদিন প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সংগ্রহ করতে পারবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সোনারগাঁ পৌরসভা মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মহসিন, সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, সোনারগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, শম্ভূপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান ও কেন্দ্রীয় জাতীয়পাটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আবু নাঈম ইকবাল প্রমুখ।
আনন্দবাজার/এস.কে/ম.আ.হ