শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সন্দেহে রমেকে ভর্তি এক চীনা নারী

নীলফামারীর উত্তরা ইপিজেডের এক চীনা নারী শ্রমিককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে রমেক হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির বিষয়টি জানান।

হুমায়ুন কবির বলেন, ২৯ বছর বয়সী চীনা নাগরিকের নাম জিংজং। রবিবার দুপুরে জ্বর, সর্দি ও বুকে ব্যথা নিয়ে তিনি রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। জিংজং অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনা ইউনিটে রয়েছেন। তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। জিংজং চীন থেকে বাংলাদেশে আসেন ৪ ফেব্রুয়ারি। নীলফামারীর উত্তরা ইপিজেডে চাইনিজ একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী বলেন, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জিংজংকে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন। এ বিষয়ে আইইডিসিআরের সাথে কথা হয়েছে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  নীলফামারীতে আরো এক যুবক সহ করোনায় আক্রান্ত ১০

সংবাদটি শেয়ার করুন