ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববদ্ধন

ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত মুক্তিযোদ্ধাদের নাম গেজেট ভুক্ত, মুক্তিযোদ্ধাদের লোন দেওয়ার নামে চাঁদাবাজি বন্ধ ও রাজাকারমুক্ত মুক্তিযোদ্ধা তালিকা বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন করেছে শৈলকুপা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মুক্তিযোদ্ধা বৃন্দ।

রবিবার সকালে কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে মানববন্ধন ও পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার গোলাম রইচ। বক্তারা বলেন, যারা জামুকা’র (জাতীয় মুক্তিযোদ্ধা কমিটি) ভুয়া রেজিষ্ট্রেশন ফরম ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের ঋণ দেওয়ার নামে চাঁদা দাবি করেছে তাদের প্রতিহত করা হবে। তাদের বিষয়ে আগামী ২৮ তারিখে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হবে।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কমান্ডার মুক্তিযোদ্ধা মনি মিয়া, উপজেলা সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, এমএ কাসেম ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের স্ত্রী, সন্তান উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক/এবুউ

সংবাদটি শেয়ার করুন