শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ বছরে ইঁদুরের পেটে ৪ লাখ ৭৫ হাজার টন ফসল

চাষিরা অনেক পরিশ্রমের বিনিময়ে ফসল ফলায়। আর সেই ফসলে হানা দেয় ইঁদুর বাহিনী। ইঁদুর প্রতি বছর ফসল খেয়ে নষ্ট করে ফেলায় অধিক পরিমানে ফসল ক্ষতিগ্রস্থ হয়।

গত পাঁচ বছরে ৪ লাখ ৭৪ হাজার ৮০৫ টন ফসল ইঁদুর খেয়ে নষ্ট করেছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ২০১৪ সালে ইঁদুর ফসল নষ্ট করেছে ৯৬ হাজার ৬৯৬ টন, ২০১৫ সালে ৯৪ হাজার ৩৮৮, ২০১৬ সালে ৮৮ হাজার ৮৪৪, ২০১৭ সালে ৯০ হাজার ৩৮৫ ও ২০১৮ সালে ১ লাখ ৪ হাজার ৪৯২ টন।

আরও পড়ুন : অস্থিতিশীল পণ্যবাজার

সম্প্রতি এই ব্যাপারে খাদ্যমন্ত্রী জানান, প্রতি বছর ৫-৭ শতাংশ আমন ধান, ৪-১২ গম, ৫-৭ আলু এবং ৬-৯ শতাংশ আনারস ইঁদুর খেয়ে ফেলে বা নষ্ট করে। গড়ে মাঠ ফসলের ৫-৭ শতাংশ ও গুদামজাত শস্যের ৩-৫ শতাংশ খেয়ে ফেলে বা ক্ষতি করে। তবে সেই সাথে ইঁদুর নিধনের বিভিন্ন কর্মসূচির হাতে নেওয়ার কথাও বলেন তিনি।

আনন্দবাজার / এইচ এস কে  

 

আরও পড়ুনঃ  চালের দাম বৃদ্ধিতে কারসাজি রয়েছে মিল মালিকদের : খাদ্যমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন