ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হজক্যাম্প ছাড়ছেন চীন ফেরতরা

চীন ফেরত ৩১২ বাংলাদেশি শিক্ষার্থীরা টানা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর আশকোনার হজক্যাম্প ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন । শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা থেকে তারা হাজ ক্যাম্প ছাড়তে শুরু করে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, আজ ৩১২ জনের মধ্যে ২১২ জন হজ ক্যাম্প ছাড়বেন। বাকি ১০০ জন আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) হজ ক্যাম্প ছাড়বেন।

এর আগে তাদের সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা শেষ করা হয়। গত ২ সপ্তাহ পরীক্ষা শেষে তাদের কারও মাঝে করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় সবাইকে বাড়িতে ফেরানো হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে চীন থেকে দেশে ফেরেন ৩১২ জন বাংলাদেশি। এরপর থেকেই তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন