ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছুটি না পেয়ে অফিসেই বিয়ে করলো দুই সরকারি কর্মকর্তা

ছুটি মেলনি, তাই বাধ্য হয়ে ভালোবাসা দিবসে অফিসেই বিয়ের কাজ সারলেন দুই সরকারি কর্মকর্তা। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের উলুবেড়িয়ায় এ ঘটনা ঘটেছে

বিয়ের বর ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা এবং পাত্রী আইপিএস অফিসার (এএসপি) নভজ্যোৎ সানা।

জিনিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, দুজনেই কর্মব্যস্ত থাকেন। অফিসে কাজের প্রচুর চাপের জন্য তাদের পক্ষে  ছুটি নেয়া মুশকিল। এমনবস্থায় দুজনেই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বিয়ের জন্য গ্রহন করেন ওই যুগল।

বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সাথে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। এই পরিচয় থেকেই ধীরে ধীরে প্রেম পরিনত হয়। অবশেষে চার হাত এক হল বিশ্ব ভালোবাসা দিবসে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন