কুয়াশার আঁচল সরিয়ে শীতের পরশ ছাপিয়ে এসেছে মধুর বসন্ত। আর এই ঋতুরাজকে সাড়ম্বরে বরণ করে নিতে নানান আয়োজনে রঙিন হয়ে উঠেছিল দৈনিক আনন্দবাজার। এদিন পল্টনের অফিসে দৈনিক আনন্দবাজারের সম্পাদক জামাল হোসেন, সহ-সম্পাদক, প্রধান প্রতিবেদক, অফিস প্রতিবেদক সহ সকলকে নিয়ে কেক কেটে বসন্তকে বরণ করে নেন।
বসন্তকে ঘিরে এদিন নানান রঙে সাজানো হয়েছিল দৈনিক আনন্দবাজার অফিসকে। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে সকল ক্লান্তি ভুলে বসন্তের এই আয়োজনে সকলেই হয়ে উঠেছিল উজ্জ্বীবিত। এসময় গান, কবিতা, আড্ডায় মেতে উঠেছিল পুরো আনন্দবাজার পরিবার।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সম্পাদক জামাল হোসেনকে উপহার তুলে দেন প্রধান প্রতিবেদক শাকিরুল হক এবং জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম। প্রধান প্রতিবেদক শাকিরুল হককে উপহার তুলে দেন সহ-সম্পাদক সোহাগ হাসান।
শীতের নিষ্প্রাণতা ঝেড়ে ফেলে প্রকৃতিকে নব রূপে সাজিয়ে তোলে বসন্ত। বসন্ত এলে তাই তো সকলের মনেই লাগে নতুন রঙের ছোঁয়া। গাছে গাছে ধরে নতুন পত্রপল্লব, ডালে ডালে ফোঁটে রঙ বেরঙের ফুল। দিনটিকে ঘিরে বাঁধ ভাঙা আনন্দ, উচ্ছ্বাস ও উদ্বেলতায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফাগুনের আগমনকে উদযাপন করে নেয় দেশের সংস্কৃতি প্রেমীরা।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম.কে