সৌদি আরব ও মালয়েশিয়া থেকে বুধবার রাতে দেশে ফিরেছে ৮ বাংলাদেশির মরদেহ। বুধবার রাতে মরদেহ এসে পৌঁছলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল বিমানবন্দরের বাতাস। এ নিয়ে চলতি বছরে ৪০৯ রেমিট্যান্স যোদ্ধা লাশ হয়ে ফিরলেন।
সৌদি থেকে মরদেহ এসেছে পিরোজপুরের রোখসানা, সুনামগঞ্জের রিপা ও ঢাকার আলমগীর এর। আর মালয়েশিয়া থেকে মরদেহ এসেছে বান্দরবানের আইয়ুব আলী, ব্রাহ্মণবাড়িয়ার লিটন মিয়া ও টাঙ্গাইলের আবদুর রহিম। বাকি দু’জনের নাম এখনো যায়নি।
এছাড়া সৌদি থেকে ২০ নারীসহ ১৮৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে ৮৯ জন এবং রাত ১টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৮ ফ্লাইটে ফেরেন ৯৪ জন।
চলতি বছরের জানুয়ারিতেই সৌদি থেকে দেশে ফিরেছেন ১৭৫ নারীসহ ৩ হাজার ৬৩৫ বাংলাদেশি। আর প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন যাদের পরিচয় ডিপোর্টি।
আনন্দবাজার/ডব্লিউ এস