ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটে জাতিসংঘের ৮৭ কোটি ৭০ লাখ ডলার খসড়া

রোহিঙ্গা সংকট নিরসনে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) ২০২০-এর খসড়া তৈরি করেছে জাতিসংঘ। উক্ত পরিকল্পনায় সংকট নিরসনে চলতি বছর বিভিন্ন খাতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী প্রায় ১৩ লাখ মানুষের জন্য ৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের চাহিদা প্রাক্কলন করেছে সংস্থাটি। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে খাদ্য নিরাপত্তায়।

জানা যায়, ১২টি খাতে ভাগ করে অর্থায়নের প্রাক্কলন করেছে জাতিসংঘ। ২৫ কোটি ৪৬ লাখ ডলার প্রয়োজন হবে উখিয়া ও টেকনাফের ৪ লাখ ৪৪ হাজার স্থানীয় বাসিন্দা ও ৮ লাখ ৪০ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীসহ মোট ১২ লাখ ৮৪ হাজার মানুষকে খাদ্যনিরাপত্তার আওতায় আনতে। আশ্রয়কেন্দ্র খাতে প্রয়োজন হবে ১১ কোটি ১২ লাখ ডলার। সাইট ব্যবস্থাপনার জন্য ৯ কোটি ৫৩ লাখ, সুরক্ষায় চাহিদা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া শিক্ষার জন্য ৬ কোটি ৯০ লাখ, পুষ্টির জন্য ৩ কোটি ৯৯ লাখ, কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্য ১ কোটি ডলার, সমন্বয়ের জন্য ৩৬ লাখ ডলার, সরবরাহের জন্য ১৪ লাখ ডলার এবং জরুরি প্রয়োজনে ২৫ লাখ ডলারের চাহিদা প্রাক্কলন করা হয়েছে।

জানা যায়, ৬১টি জাতীয় (বাংলাদেশ) এনজিও, ৪৮টি আন্তর্জাতিক এনজিও এবং আটটি জাতিসংঘের সংস্থার সমন্বয়ের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে। এতে রোহিঙ্গারাদের পাশপাশি স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীও সুবিধা পাবে। জেআরপির এই অনুমোদন আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন