আগামী ১৭ মার্চ মুজিব বর্ষের শুভ উদ্বোধন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই দিনই জাতীয় প্যারেড স্কয়ারে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মুজিব বর্ষ উদযাপন।
গতকাল বুধবার জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনীর ‘ঘাঁটি বাশার’-এর সভাকক্ষ থেকে ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, এতোমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে।
সভায় উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেল স্থাপন, সব পর্যায়ের অতিথি এবং দর্শকের আসন ব্যবস্থা,অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং, অনুষ্ঠান পরিবেশনা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অনুষ্ঠান সম্প্রচার ও উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সংযুক্ত সব ব্যাপারেই আলোচনা করা হয়।
আরও পড়ুন : শীতের কারণে বোরো আবাদ কমেছে
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম, তথ্য সচিব কামরুন নাহার, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মজিবুর রহমান, র্যাব ফোর্সেসের মহাপরিচালক বেনজীর আহমেদ সহ আরও অনেকে।
আনন্দবাজার/ এইচ এস কে