ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিনটি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সকাল থেকে বিকিল পর্যন্ত অভিযান চালিয়ে এসব ইটভাটা ভেঙ্গা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদর নের্তৃত্ব এই  অভিযান চালানো হয়।

এদিকে ভেঙ্গে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো- উত্তর খামের এলাকার মেসার্স এইচ এস ব্রিকস, সনমানিয়া এলাকার ফাহাদ এন্ড কোং (এফ এন সি) এবং ধানদিয়া এলাকার আর এল ব্রিকসকে এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এদিকে অবৈধ ইটভাটাগুলোর মালিককে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার। অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন