ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের চাহিদা মেটাতে বসানো হচ্ছে ‘ক্যাপাসিটর ব্যাংক’

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করতে ক্যাপাসিটর ব্যাংক বসাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আর তাই গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সংস্কার এবং ক্ষমতাবর্ধন শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলে বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎকেন্দ্র নেই। তাই চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ দেয়া যায় না। এই এলাকায় নতুন একটি বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা হয়ে থাকলেও জ্বালানি সংকটের ফলে তা সম্ভব হয়নি। এর কারণ উত্তরাঞ্চলে কয়লা বা তেল পরিবহন কঠিন ব্যাপার। অপরদিকে ওই এলাকায় গ্যাসও নেই। এজন্য বিকল্প হিসেবে ক্যাপাসিটর ব্যাংক করার পরিকল্পনা করা হয়েছে।

ক্যাপাসিটর ব্যাংক হচ্ছে এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যার ভেতর বিদ্যুৎ চার্জ করে মজুত রাখা যায়। এমনকি সেই বিদ্যুৎ সরবরাহও করা যায়। বিতরণ লাইনের সাথে যুক্ত থাকা এই ব্যাংক বিতরণ ভোল্টেজ লস কমাতেও সহযোগিতা করে। এর ফলে বিকল্প হিসেবে ক্যাপাসিটর ব্যাংক করার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, ‘আমরা উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। এজন্য ক্যাপাসিটর ব্যাংক বসাচ্ছি। বিকল্প ব্যবস্থা থাকলে গ্রিড লাইনে কোনও সমস্যা হলে ক্যাপাসিটর ব্যাংক দিয়ে তার সমাধান করা সম্ভব। এছাড়া ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে ভোল্টেজ লসও আমরা কমিয়ে আনতে পারবো।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন